Site icon Livestock Gurukul [ লাইভস্টক গুরুকুল ] GOLN

গবাদিপশুর শারীরিক ওজন নির্ণয় করা

গবাদিপশুর শারীরিক ওজন নির্ণয় করা

আমাদের আজকের আর্টিকেলটি গবাদিপশুর শারীরিক ওজন নির্ণয় করা সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট – ৮ এর অন্তর্ভুক্ত |

গবাদিপশুর শারীরিক ওজন নির্ণয় করা

 

 

জন্মের পর থেকে প্রতিদিনই গবাদিপশুর শরীর বৃদ্ধি পেতে থাকে। ফলে দৈহিক ওজন বাড়তে থাকে। গবাদিপশুকে যে খাদ্য খাওয়ানো হয় তার একটি অংশ মলমূত্র হয়ে শরীর থেকে বের হয়ে যায় এবং অপর অংশ শরীর গঠনে ব্যয় হয়। যে অংশ পশুর শরীর গঠনে ব্যবহৃত হয় তা পশুর দৈহিক বৃদ্ধি ঘটায়। যে পশু দিন দিন খাবার খেয়ে বড় হয়ে ওঠে তার শারীরতত্ত্ব স্বাভাবিক চলে। গবাদিপশুর দৈহিক ওজন প্রায় সময়ই পরিমাপ করতে হয়। যেমন- জন্ম, বয়ঃবৃদ্ধি, গরম হওয়া, যৌন পরিপক্কতা, অন্তঃসত্ত্বা হওয়া প্রভৃতির সময়।

গরুমহিষের ওজন দুভাবে নির্ণয় করা যায়। যথা- ১. ওজন মাপার যন্ত বা তুলাদন্ডের (balance) সাহায্যে এবং ২. দৈর্ঘ্য ও বুকের বেড় পরিমাপের মাধ্যমে। গরুমহিষের ওজন তুলাদন্ডের সাহায্যে পরিমাপ করলে একেবারে নির্ভুল তথ্য পাওয়া যায়। যেখানে গরুমহি পালন করা হয় সেখানে একটি নিরাপদ স্থানে তুলাদন্ডটি মাটিতে স্থাপন করা যেতে পারে। গরুমহিষকে তুলাদন্ডের উপরে উঠিয়ে ওজন নিতে হয়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তুলাদন্ডের ব্যবস্থা না থাকলে দৈর্ঘ্য ও বুকের বেড় পরিমাপের মাধ্যমেও গরুমহিষের ওজন নির্ণয় করা যায়। তবে এক্ষেত্রে তুলাদন্ডের মতো নির্ভুল ওজন পাওয়া যাবে না। এ পদ্ধতিতে প্রাপ্ত ওজন প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে। এ পদ্ধতিতে ব্যবহৃত সূত্রটি নিম্নরূপ-

LxG²

————– = দৈহিক ওজন (কেজি)

10400

[ এখানে, খ = দৈঘ্য (সে.মি.), এ = বুকের বেড় (সে.মি.)]

দৈর্ঘ্য মাপতে হলে পশুকে শান্ত ভাবে সমতলে দাঁড় করাতে হবে। পশুর ঘাড় থেকে লেজের গোড়া পর্যন্ত দূরত্বটুকু দৈর্ঘ্য মাপার ফিতা বা ট্যাপের সাহায্যে সে.মি.-এ মাপতে হবে। এরপর বুকের বেড় সে.মি.-এ মেপে উপরোক্ত সূত্র অনুযায়ী হিসাব করে ওজন নির্ণয় করতে হবে।

 

 

সারমর্ম :

বিভিন্ন সময়ে গরুমহিষের দৈহিক ওজন পরিমাপ করতে হয়। যেমন- জন্ম, বয়ঃবৃদ্ধি, গরম হওয়া, যৌন পরিপক্কতা, অন্তঃসত্ত্বা হওয়া প্রভৃতির সময়। দু’ভাবে ওজন নির্ণয় করা যায়। যথা— ১. তুলাদন্ডের সাহায্যে এবং ২. দৈর্ঘ্য ও বুকের বেড় পরিমাপের মাধ্যমে। দৈর্ঘ্য ও বুকের বেড় পরিমাপের মাধ্যমে প্রাপ্ত ওজন প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে ।

আরও দেখুনঃ

Exit mobile version