Site icon Livestock Gurukul [ লাইভস্টক গুরুকুল ] GOLN

গরুর দুধ দিয়ে দই বা যে কোনো একটি খাদ্য তৈরি করা

গরুর দুধ দিয়ে দই বা যে কোনো একটি খাদ্য তৈরি করা

আমাদের আজকের আর্টিকেলটি  গরুর দুধ দিয়ে দই বা যে কোনো একটি খাদ্য তৈরি করা সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট-১ এর অন্তর্ভুক্ত |

গরুর দুধ দিয়ে দই বা যে কোনো একটি খাদ্য তৈরি করা

 

 

প্রাসঙ্গিক তথ্য

দই বাংলাদেশে অতি জনপ্রিয় দুগ্ধজাত খাদ্য। যে কোনো ভোজে দই পরিবেশন করা না হলে সে ভোজের উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। ভোজ অনুষ্ঠানকারী সমালোচনার সম্মুখীন হন। ভোজের সাফল্য অনেকাংশেই পরিবেশিত দইয়ের মানের ওপর নির্ভর করে। দই সাধারণত দুপ্রকার। যথা- টক ও মিষ্টি দই। টক দই সাধারণত রান্নাবান্না ও সালাদ তৈরিতে ব্যবহৃত হয়। তবে, অধিক টক না হলে খাদ্যের সাথেও পরিবেশন করা যায়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রয়োজনীয় উপকরণ

দুধ, ডেকচি, মাটির পাত্র, সাঁচ, চিনি, লাকড়ি বা গ্যাসের চুলো।

কাজের ধাপ

 

 

দই সংরক্ষণ ও সাবধানতা

আরও দেখুনঃ

Exit mobile version