নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা

আমাদের আজকের আর্টিকেলটি নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট – ৮ এর অন্তর্ভুক্ত |

নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা

 

নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা

 

প্রাসঙ্গিক তথ্য

গরুর ওজন মাপার দু’টো পদ্ধতি রয়েছে। যথা- ১. তুলাদন্ডের সাহায্যে ও ২. দৈর্ঘ্য ও বুকে বেড় পরিমাপ করে সূত্রের সাহায্যে। তুলাদন্ডের সাহায্যে ১০০% সঠিক ওজন নির্ণয় করা যায়। কিন্তু দৈর্ঘ্য ও বুকের বেড় মেপে সূত্রের সাহায্যে ওজন নির্ণয় করলে তা প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে । এখানে সূত্রের সাহায্যে গরুর ওজন নির্ণয় করে দেখানো হয়েছে।

প্রয়োজনীয় উপকরণ

একটি গরু, ফিতা বা ট্যাপ, কলম, পেন্সিল, ব্যবহারিক খাতা ইত্যাদি।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কাজের ধাপ

  • প্রথমে গরুটিকে সমতলভূমিতে শান্ত ভাবে দাঁড় করান।
  • অতঃপর চিত্র ৮৬ অনুযায়ী গরুটির বুকের বেড় (এ) ও দৈর্ঘ্য (খ) পরিমাপ করে তা খাতায় লিখুন। বুকের বেড় ও দৈর্ঘ্য সে.মি.-এ নেবেন।
  • এবার তাত্ত্বিক পাঠে (পাঠ ৮.৪) দেয়া স ত্র অনুযায়ী গরুর ওজন কেজিতে নির্ণয় করুন।
  • ওজন নির্ণয়ের পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে ব্যবহারিক খাতায় লিখুন ও শিক্ষককে দেখান।

সাবধানতা

  • গরুটিকে সমতলভূমিতে দাঁড় করান।
  • মাপ অবশ্যই সে.মি.-এ নেবেন। যদি ইঞ্চিতে নেয়া হয় তবে তা সে.মি.-এ পরিবর্তন করে হিসাব করতে হবে।

 

নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা

 

সারমর্ম

গরুর ওজন তুলাদন্ড এবং সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। দৈর্ঘ্য ও বুকের বেড় মেপে সূত্রের সাহায্যে ওজন নির্ণয় করলে তা প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে। চিত্র অনুযায়ী গরুটির বুকের বেড় ও দৈর্ঘ্য সে.মি.-এ পরিমাপ করে তা খাতায় লিখুন ও সূত্র অনুযায়ী ওজন নির্ণয় করুন। মাপ ইঞ্চিতে নেয়া হলে তা সে.মি.-এ পরিবর্তন করে হিসাব করতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment