আমাদের আজকের আর্টিকেলটি নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট – ৮ এর অন্তর্ভুক্ত |
নিজ হাতে একটি গরুর ওজন নির্ণয় করা ও খাতায় লেখা
প্রাসঙ্গিক তথ্য
গরুর ওজন মাপার দু’টো পদ্ধতি রয়েছে। যথা- ১. তুলাদন্ডের সাহায্যে ও ২. দৈর্ঘ্য ও বুকে বেড় পরিমাপ করে সূত্রের সাহায্যে। তুলাদন্ডের সাহায্যে ১০০% সঠিক ওজন নির্ণয় করা যায়। কিন্তু দৈর্ঘ্য ও বুকের বেড় মেপে সূত্রের সাহায্যে ওজন নির্ণয় করলে তা প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে । এখানে সূত্রের সাহায্যে গরুর ওজন নির্ণয় করে দেখানো হয়েছে।
প্রয়োজনীয় উপকরণ
একটি গরু, ফিতা বা ট্যাপ, কলম, পেন্সিল, ব্যবহারিক খাতা ইত্যাদি।
কাজের ধাপ
- প্রথমে গরুটিকে সমতলভূমিতে শান্ত ভাবে দাঁড় করান।
- অতঃপর চিত্র ৮৬ অনুযায়ী গরুটির বুকের বেড় (এ) ও দৈর্ঘ্য (খ) পরিমাপ করে তা খাতায় লিখুন। বুকের বেড় ও দৈর্ঘ্য সে.মি.-এ নেবেন।
- এবার তাত্ত্বিক পাঠে (পাঠ ৮.৪) দেয়া স ত্র অনুযায়ী গরুর ওজন কেজিতে নির্ণয় করুন।
- ওজন নির্ণয়ের পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে ব্যবহারিক খাতায় লিখুন ও শিক্ষককে দেখান।
সাবধানতা
- গরুটিকে সমতলভূমিতে দাঁড় করান।
- মাপ অবশ্যই সে.মি.-এ নেবেন। যদি ইঞ্চিতে নেয়া হয় তবে তা সে.মি.-এ পরিবর্তন করে হিসাব করতে হবে।
সারমর্ম
গরুর ওজন তুলাদন্ড এবং সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। দৈর্ঘ্য ও বুকের বেড় মেপে সূত্রের সাহায্যে ওজন নির্ণয় করলে তা প্রকৃত ওজনের চেয়ে °৫% কমবেশি হতে পারে। চিত্র অনুযায়ী গরুটির বুকের বেড় ও দৈর্ঘ্য সে.মি.-এ পরিমাপ করে তা খাতায় লিখুন ও সূত্র অনুযায়ী ওজন নির্ণয় করুন। মাপ ইঞ্চিতে নেয়া হলে তা সে.মি.-এ পরিবর্তন করে হিসাব করতে হবে।
আরও দেখুনঃ