Site icon Livestock Gurukul [ লাইভস্টক গুরুকুল ] GOLN

বাছুরের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করা

বাছুরের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করা

আমাদের আজকের আর্টিকেলটি বাছুরের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করা সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট – ৪ এর অন্তর্ভুক্ত |

বাছুরের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করা

 

শতকরা ২০ ভাগ আমিষসমৃদ্ধ একটি দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করা

প্রাসঙ্গিক তথ্য

এই খাদ্য মিশ্রণ তৈরির জন্য হিসাবকরণ, খাদ্য নমুনা মিশ্রণ ও খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, আপনার হাতে গম ভাঙ্গা, গমের ভুশি, তিলের খৈল, শুঁটকি মাছের গুঁড়ো, ঝিনুকের পাউডার ও লবণ আছে। এই খাদ্যগুলো দিয়ে শুষ্ক পদার্থের ভিত্তিতে শতকরা ২০ ভাগ আমিষসমৃদ্ধ একটি দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করবেন। উক্ত খাদ্য নমুনাগুলোতে উপস্থিত শুষ্ক পদার্থ (dry matter) ও আমিষের পরিমাণ সারণি ১৭-এ দেয়া আছে।

সারণি ১৭ : বিভিন্ন খাদ্যনমুনায় শুষ্ক পদার্থ ও আমিষের শতকরা অংশ

 

 

প্রয়োজনীয় উপকরণ

এজন্য নিম্নলিখিত উপকরণগুলোর প্রয়োজন হবে। যথা- আমিষের শতকরা হারসহ খাদ্য নমুনাসমূহের তালিকা, একটি ক্যালকুলেটর, কলম, পেন্সিল, রাবার, ব্যবহারিক খাতা, একটি বেলচা, একটি ছালার বস্তা ইত্যাদি। উক্ত খাদ্য নমুনা দিয়ে ১০০ কেজি শুষ্ক পদার্থের একটি মিশ্রণ তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কাজের ধাপ

সারণি ১৮ : খাদ্য মিশ্রণে খাদ্য নমুনায় শুষ্ক পদার্থ ও আমিষের অংশ হিসাব করার ছক

 

 

আরও দেখুনঃ

Exit mobile version