ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই আজকের আলোচনার বিষয়। “ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই [ Vitamin E Deficiency Disease ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ১ [ Poultry Rearing & Farming 1 ]” কোর্সের পাঠ্য। “ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি [ Vitamin D Deficiency Disease ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ৪র্থ অধ্যায়ের [ Chapter 4 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।

 

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই

 

মুরগির ভিটামিন

মুরগির ভিটামিনকে দুই বাগে ভাগ করা যায়। যথা-

  1. চর্বিতে দ্রবণীয় ভিটামিন
  2. পানিতে দ্রবণীয় ভিটামিন

 

মুরগি 1 ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

 

 চর্বিতে দ্রবণীয় ভিটামিন

যে সকল ভিটামিন তেল বা চর্বিতে দ্রবিভুত হয় তাদের কে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলা হয়। এ সকল ভিটামিন গুলো হলো-

  1. ভিটামিন এ
  2. ভিটামিন ডি
  3. ভিটামিন ই
  4. ভিটামিন কে

 

মুরগির ভিটামিন ই এর অভাবজনিত রোগ

ভিটামিন-ই হাঁস মুরগির দেহের প্রজনন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় রাখতে সাহায্য করে এবং ডিমের উর্বরতা শক্তি বৃদ্ধি করে। তাছাড়া শরীরের সেলেনিয়াম এর কার্যকারিতা ঠিক রাখে।

মুরগির ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণ

  1. ডিম মেশিন বসানো চারদিন দিনের মধ্যে ভ্রূণ মারা যায়।
  2. মুরগির বাচ্চা তে এনসেফালোমাইলাইটিস রোগ হয়।
  3. এ রোগে মুরগির বাচ্চা মাথার বিভিন্ন জায়গায় হয় এবং নরম হতে থাকে। ফলে মুরগির বাচ্চা মাথা ও ঘাড় পিছনের দিকে পা সামনের দিকে বাঁকা করে রাখে।
  4. হাঁস মুরগির মাথা কাত করে বৃত্তাকারে ঘুরতে দেখা যায়।
  5. বাড়ন্ত বাচ্চার দৈহিক বৃদ্ধিতে বেঘাত ঘটে।
  6. নরম হয় এবং ফুলে যায় মোরগের প্রজনন ক্ষমতা কমে যায়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মুরগির ভিটামিন-ই প্রাপ্তির প্রাকৃতিক উৎস

  1. গমের ভুসি,
  2. চাউলের কুঁড়া,
  3. সয়াবিন মিল,
  4. অঙ্কুরিত ছোলা,
  5. গম ও
  6. ভুট্টা।

ভিটামিন ই এর অভাব প্রতিকার

ভিটামিন এ,ডি,ই লিকুইড ও পাওডার ফর্মে পাওয়া যায়। ভিটামিন ই ও সেলিনিয়াম একসাথে ওরাল সলুসন বা সিরাপ পাওয়া যায়। এগুরো খাওয়ানো যেতে পারে।

রোগ প্রতিরোধ

  1. হাঁস মুরগির সুষম খাদ্যে পরিমাণ মতো ভিটামিন প্রিমিক্স দিয়ে খাদ্য প্রস্তুত করা উচিত।
  2. খাদ্যে অতিরিক্ত চর্বি কমানো উচিত।
  3. যে কোন খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মেশানো উচিত।
  4. খাদ্যে যাতে পর্যাপ্ত পরিমাণ সেলেনিয়াম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

রোগ ভিটামিন ই

 

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ই নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment