Site icon Livestock Gurukul [ লাইভস্টক গুরুকুল ] GOLN

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এ | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

রোগ ভিটামিন এ ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এ | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এ আজকের আলোচনার বিষয়। “ভিটামিনের অভাবজনিত রোগ – ভিটামিন এ [ Vitamin deficiency diseases – Vitamin A ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ১ [ Poultry Rearing & Farming 1 ]” কোর্সের পাঠ্য। “ভিটামিনের অভাবজনিত রোগ – ভিটামিন এ [ Vitamin deficiency diseases – Vitamin A ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ৪র্থ অধ্যায়ের [ Chapter 4 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।

 

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এ

মুরগির ভিটামিন

মুরগির ভিটামিনকে দুই বাগে ভাগ করা যায়। যথা-

  1. চর্বিতে দ্রবণীয় ভিটামিন
  2. পানিতে দ্রবণীয় ভিটামিন

 

 

 চর্বিতে দ্রবণীয় ভিটামিন

যে সকল ভিটামিন তেল বা চর্বিতে দ্রবিভুত হয় তাদের কে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলা হয়। এ সকল ভিটামিন গুলো হলো-

  1. ভিটামিন এ
  2. ভিটামিন ডি
  3. ভিটামিন ই
  4. ভিটামিন কে

 

মুরগির ভিটামিন এ এর অভাবজনিত রোগ

ভিটামিন এ এর অভাবে হাঁস-মুরগির চোখে সমস্যা দেখা দেয়। অন্ধ হয়ে যেতে পারে। ডিম পাড়ার হার কমে যায়। ডিম থেকে বাচ্চা ফোটানোর হারও কমে যায়।

 

মুরগির ভিটামিন এ এর অভাবজনিত রোগের লক্ষণ

  1. হাঁস মুরগির চোখের পাতা ওর চোখ ফুলে যাবে।
  2. চোখ দিয়ে পানি পড়বে এমন কি অন্ধ হয়ে যেতে পারে।
  3. ডিম পাড়া মুরগির ডিম পারা কমে যাবে।
  4. ডিম হতে বাচ্চা ফোটার হারও কমে যাবে।
  5. শারীরিক বৃদ্ধির হার কমে যাবে এবং পালক উস্কোখুস্কো দেখাবে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভিটামিন এ এর প্রাকৃতিক উৎস

  1.  হলুদ শস্যকণা,
  2. হলুদ ফলমূল,
  3. সবুজ শাকসবজি,
  4. কড লিভার অয়েল ও
  5. অন্যান্য মাছের তেল ও লিভার মিল।

 

ভিটামিন এ এর অভাব প্রতিকার

হাঁস মুরগির ভিটামিন এ এর অভাব পরিলক্ষিত হলে প্রতিটি হাঁস মুরগির জন্য প্রতিদিন একটি করে ভিটামিন এ ক্যাপসুল পানির সাথে মিশিয়ে অথবা খাদ্যের সাথে অথবা সরাসরি হাঁস-মুরগির মুখে ঢুকিয়ে খাওয়াতে হবে। এভাবে তিনদিন চিকিৎসা দিলে সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে।

 

রোগ প্রতিরোধ

  1. হাঁস-মুরগির খাদ্যের সাথে পরিমাণ মতো ভিটামিন মিনারেল প্রিমিক্স মিশিয়ে খাদ্য প্রস্তুত করা উচিত।
  2. সুষম খাদ্যের পাশাপাশি হাঁস-মুরগি কে প্রতিদিন সবুজ শাকসবজি যেমন কচি পাতা কমলি শাক পালং শাক ইত্যাদি ভালো করে ধুয়ে খেতে দেওয়া উচিত।
  3. বাণিজ্যিক মুরগি পালনে এটি তেমন প্রযোজ্য নয়।

 

 

ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন এ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version