কবুতরের খাদ্য ব্যবস্থাপন আজকের আলোচনার বিষয়। “কবুতরের খাদ্য ব্যবস্থাপনা [ Pigeon Food Management ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ২ [ Poultry Rearing & Farming 2 ]” কোর্সের পাঠ্য। “কবুতরের খাদ্য ব্যবস্থাপনা [ Pigeon Food Management ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ২য় অধ্যায়ের [ Chapter 2 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।
কবুতরের খাদ্য ব্যবস্থাপন
কবুতর তার শরীরের ওজনের ১০ ভাগের ১ ভাগ প্রায় ২০-১০০গ্রাম খাবার খায়। (নরমালি ৩৫-৬০গ্রাম) ,পানি খায় ৩০-৬০ এম এল। আবহাওয়ার ও জাতের উপর ভিত্তি করে।
বাচ্চা কবুতরের ৪-৫ দিন আগে চোখ ফোটেনা তাই মা কবুতর তার পাকস্তলী হতে ক্রিমের মত এক ধরনের দুধ খাওয়ায় সাথে দানাদার খাবার খাওয়ায়.
খাবারে আমিষ,শর্করা, ফ্যাট,ভিটামিন মিনারেল,পানি এবং লবন দরকার হয়.
ছোট কবুতর ২০-৩০ গ্রাম,মাঝারি কবুতর ৩৫-৫০ গ্রাম,বড় কবুতর ৬০-১০০ গ্রাম খাবার খায়.
খাবারের ধরণ এবং পরিমাণ
দানাদার: ধান,কাউন,গম,ভুট্রা,সরগ্ম,বারলি ৬০%।শুধু গম দিলে আঠালো পায়খানা করে।
ডাল জাতীয়: সরিষা,খেসারি,মাটিকলাই,মটর শুটি।,ছোলা ৩০-৩৫%.
৩-৪% ফ্যাট দরকার যা পিনাট বা সয়াবিন থেকে আসে।
প্রোটিন লাগে ১৫% -১৬% যা বিভিন্ন বীজ বা সিরিয়াল থেকে আসে, যেমন,সরিষা দানা।
ভিটামিন বা শাক সবজি দেয়া যায়
দুই বার খাবার দিতে হয় ,খাবার গুলো ঘরের সামনে রেখে দিতে হয় কবুতর প্রয়োজনে খায়।
ইটের কনা,পাথর,ঝিনুকের গুড়া যা ডিমের খোসা শক্ত হয়,তাছাড়া পাথরের গুড়া দেয়া উচিত।
গ্রিট মিক্সার,মিনারেল মিক্সার ও লবণ দেয়া উচিত।
প্রতিদিন কিছু কিছু সবুজ শাক সব্জি দেয়া ভাল ।
হলুদ এর গুড়া দেয়া যেতে পারে যা এন্টিবায়োটিকের মত কাজ করে.
পানি ৩ বার দিতে হয়.
খাবার মিশ্রনঃ
গম ৪ কেজি
ভুট্রা ১.৫ কেজি
রেজা ছোট ৫০০ গ্রাম
রেজা বড় ৫০০গ্রাম
কাউন ৫০০ গ্রাম
সরিষা ৫০০ গ্রাম
ডাবলি ৫০০গ্রাম
ডাল ১কেজি
বাজরা ৫০০গ্রাম
মুগ ৫০০গ্রাম
প্রিমিক্স ৩০গ্রাম
মোট ১০ কেজি

আরেকটি খামারের ফর্মুলা নিচে দেয়া হলোঃ
গমের ভূষি ১০কেজি
ভুট্রা ভাংগা ৫
গম ভাংগা ৩৫
ধান ৫
চালের কুড়া ১০ কেজি
চীনা ৮কেজি
ডালের মিক্সার ৭ কেজি
শুটকি ৩কেজি
সয়াবিন ৫লিটার
ঝিনূক চূর্ণ ২কেজি
ভিটামিন প্রিমিক্স ৩০০গ্রাম
বালি ২ কেজি
হাড়ের গুড়া ৩ কেজি
ডিমের খোসা ২ কেজি
মোট ১০০কেজি
ফর্মুলা ৩
গম ভাংগা 2.8kg
ভুট্রা ভাঙ্গা 2.2kg
সরিষা 1kg
ছোলা ভাঙ্গা 1kg
সয়াবিন কেক ,8kg
রাইস ব্রান 1,8kg
লবণ .300gram
প্রিমিক্স 100 gram
টোটাল 10kg
কবুতরের খাদ্য ব্যবস্থাপন নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ