Site icon Livestock Gurukul [ লাইভস্টক গুরুকুল ] GOLN

ছাগলের বাচ্চাকে খাসি বানানো

ছাগলের বাচ্চাকে খাসি বানানো

আমাদের আজকের আর্টিকেলটি ছাগলের বাচ্চাকে খাসি বানানো সম্পর্কে – যা বাউবি বিএজএড ২৩০৪ গৃহপালিত পশুপালন ইউনিট – ৬ এর অন্তর্ভুক্ত |

ছাগলের বাচ্চাকে খাসি বানানো

 

 

খাসিকরণ/খোজাকরণ (Castration)

পুরুষ ছাগল ছানার প্রজনন ক্ষমতা লোপ বা নষ্ট করে দেয়াকে খাসিকরণ বা খোঁজাকরণ বলে।

সুবিধা

খাসি করার বয়স

সাধারণত ২-৩ মাস বয়সের মধ্যেই ছাগল ছানাকে খাসি করা হয়। তবে ১-২ সপ্তাহ বয়সের বাচ্চাকেও খাসি করা যেতে পারে। কিন্তু এত অল্প বয়সে খাসি করা হলে ভবিষ্যতে এদের মূত্রপথে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

খাসিকরণ পদ্ধতি

খাসি বানানোর বেশ ক’টি পদ্ধতি রয়েছে। প্রতিটি পদ্ধতিরই সুবিধা ও অসুবিধা রয়েছে। পদ্ধতিগুলো নিম্নোক্ত দু’ভাগে বিভক্ত। যথা-

১. উন্মুক্ত পদ্ধতি (Open method) :

যে পদ্ধতিতে অন্ডকোষথলি (scrotum) অস্ত্রোপচারের মাধ্যমে উন্মুক্ত বা ছেদন করে স্পারমেটিক কর্ড বা শুক্রবাহী নালী (spermatic cord) কেটে দিয়ে অন্ডকোষ বা
শুক্রাশয় (testes) বের করে ফেলা হয়, তাকে উন্মুক্ত পদ্ধতিতে খাসিকরণ বলে।

২. আবৃত পদ্ধতি (Closed method) :

অন্ডকোষথলি ছেদন বা উন্মুক্ত না করে খাসি বানানোর পদ্ধতিকে আবৃত পদ্ধতিতে খাসিকরণ বলে। যেমন- ক. বার্ডিজো ক্যাস্ট্রেটর পদ্ধতি ও খ. রাবার রিং পদ্ধতি ।

১. উন্মুক্ত পদ্ধতিতে খাসি বানানো

প্রয়োজনীয় উপকরণ

১.   ২-৩ মাস বা তার চেয়েও কম বয়সী একটি পুরুষ ছাগল ছানা

২.   যন্ত্রপাতি-

ক. যন্ত্র পাতি রাখার জন্য স্টিল বা প্লাস্টিকের তৈরি ট্রে- ১টি

খ. শেভিং ব্লেড- ১টি
গ. কাঁচি (scissors) – ১ জোড়া
ঘ. স্কালপেল (scalpel)- ১টি
ঙ. সিরিঞ্জ ও সূঁচ (syringe and needle)- ১টি করে

চ.  বাঁকা সূঁচ (curved traumatic needle)- ১টি

ছ. জ নাইলন বা সিল্ক সুতো- পরিমাণমতো

জ. তুলো- পরিমাণমতো

কাজের ধাপ

সুবিধা

অন্যান্য পদ্ধতির চেয়ে এটি নির্ভরযোগ্য। অস্ত্রোপচারোত্তর ব্যাথা বা যন্ত্রণা অন্যান্য পদ্ধতি অপেক্ষা কম ।

অসুবিধা

ক্ষত সৃষ্টি হওয়ায় সহজেই জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে। একারণে এই পদ্ধতি প্রয়োগের পূর্বে ও পরে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

২. আবৃত পদ্ধতি

ক. বার্ডিজো ক্যাস্ট্রেটর পদ্ধতি (Burdizzo’s Castrator method)

প্রাসঙ্গিক তথ্য

বার্ডিজো যন্ত্র আবিষ্কারকের নামানুসারে এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে। এই পদ্ধতিটি রক্তপাতহীন পদ্ধতি (bloodless method) নামে বিশেষভাবে পরিচিত। এই যন্ত্রটির পেষণ তল দু’টি ভোতা হয়। এর সাহায্যে অন্ডকোষথলির মধ্যের স্পারমেটিক কর্ডকে প্রবল চাপে পেষণ করা যায়। এতে শুক্রাশয়ের রক্ত চলাচল বন্ধ হয়ে পুষ্টির অভাবে অন্ডকোষ দু’টি ধীরে ধীরে শুকিয়ে অকেজো হয়ে যায় ।

প্রয়োজনীয় উপকরণ

১. বার্ডিজো ক্যাস্ট্রেটর 2. টিঙ্কচার আয়োডিন
৩. তুলো
8. স্থানিক অবশকারী দ্রব্য (প্রয়োজনবোধে)

কাজের ধারা

সাবধানতা

পেষণের সময় লক্ষ্য রাখতে হবে যেন স্পারমেটিক কার্ডটি পিছলে না যায়।
ত্বকের ভাঁজে যেন পেষণ করা না হয় । অন্ডকোষ যেন পেষণ করা না হয় ।

সুবিধা

বাইরের অংশে কোনো ক্ষতের সৃষ্টি হয় না। তাই জীবাণু সংক্রমণের তেমন কোনো ঝুঁকি থাকে না ।

অসুবিধা

অনেকক্ষেত্রে বার্ডিজো ক্যাস্ট্রেটর কর্ডকে পেষণ করতে ব্যর্থ হয়। আবার অত্যধিক পেষণে অন্ডকোষথলির ত্বক ও অন্যান্য অঙ্গের কলা (tissue) বিনষ্ট হতে দেখা যায়। এ পদ্ধতি প্রয়োগের পর অত্যধিক ব্যথা হয় এবং দু’তিন সপ্তাহ পর্যন্ত জায়গাটি ফুলে থাকে ।

খ. রাবার রিং পদ্ধতি (Rubber ring method)

প্রাসঙ্গিক তথ্য

বাচ্চা ছাগলের অন্ডকোষথলির গলায় পরিয়ে দেয়া হয়। ফলে শুক্রাশয়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে ইলাস্ট্রেটর (elastrator) নামক যন্ত্রের সাহায্যে একটি শক্ত রাবারের রিং বা বলয় ছাগল খামারে যেখানে শত শত বা হাজার হাজার ছাগল পালন করা হয় সেখানে এই পদ্ধতিটি ব্যবহৃত হয়। এতে পুষ্টির অভাবে শুক্রাশয় অন্ডকোষথলিসহ শুকিয়ে খসে পড়ে। সাধারণত বাচ্চার ৭দিন বয়সের মধ্যে এই পদ্ধতি ব্যবহার করা যায়। অবশ্য এটি আমাদের দেশে ব্যবহৃত হয় না। সাধারণত বৃহৎ

প্রয়োজনীয় উপরকণ

১. ইলাস্ট্রেটর

২. রাবার রিং

কাজের ধাপ

 

 

সুবিধা

খাসিকরণের বিভিন্ন পদ্ধতির মধ্যে এটিই সবচেয়ে সহজ পদ্ধতি ।

অসুবিধা

বাচ্চার ৭দিন বয়সের পর এই পদ্ধতি ব্যবহার করা যাবে না। অন্ডকোষথলি খসে পড়ার কারণে ছোট ক্ষতের সৃষ্টি হয় যা জীবাণু সংক্রমণের জন্য বেশ ঝুঁকিপূর্ণ থাকে ।

আরও দেখুনঃ

Exit mobile version